ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ৩০ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:৪০, ২ মে ২০১৮

Ekushey Television Ltd.

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দুই পদে মোট আটজনকে নিয়োগ দেওয়া হবে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত ২৬ এপ্রিল এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।   

পদ সংখ্যা 

সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেট- ৪ জন

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক- ৪ জন 

শিক্ষাগত যোগ্যতা

সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের জন্য প্রার্থীর কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে।   

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য প্রার্থীর যোগ্যতা হবে কমপক্ষে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রী।  

বিধি-নিষেধ

এ পদের জন্য বরিশাল, ঠাকুরগাঁও ও সিরাজগঞ্জের প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকল পদের জন্য সরকারি বিধি মোতাবেক কোটা পদ্ধতির সংরক্ষণ করা হবে। প্রার্থীর বয়স ২০১৮ সালের ২৪ মে পর্যন্ত অবশ্যই ১৮ থেকে ৩০ বছর এবং কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

পরীক্ষায় অংশ নিতে আগ্রহীরা www.moysports.portal.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ৩০ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

কেআই/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি